Connect with us

জাতীয়

চুরির আরো ৪১ কোটি টাকা ফেরত দিল কিম

Published

on

chinese_businessman_kim_wong_107654বিডিপি ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮০০ কোটি টাকার মধ্যে আরো ৪১ কোটি টাকা ফেরত দিল ফিলিপাইনের নাগরিক কিম ওং। দেশটির এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে সে এই টাকা জমা দিয়েছে বলে এক রিপোর্টে জানিয়েছে সিএনএন।
এর আগে ৪ এপ্রিল ৬ কোটি ৩৪ লাখ টাকা হস্তান্তর করেছিল কিম। আর সবচাইতে বড় অঙ্কের টাকা হস্তান্তর করেছিল ১ এপ্রিল যার পরিমাণ ৩৬০ কোটি ৬৮ লাখ টাকা। অবশ্য এই অর্থ ফেরত দেয়া হলেও এর কারণে কিমকে দায়ী করা যাবে না বলে দাবি করেছে তার আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ। ৯ মে নির্বাচনের পর আবারো অর্থ পাচার মামলার কার্যক্রম শুরু হবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই অর্থ ফেরত আনার ব্যাপারে কথা বলতে যাচ্ছেন সুইজারল্যান্ডে। সেখানে নিউ ইয়র্ক ফেডারেল এর প্রধান উইলিয়াম ডুডলে ও তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করবে বাংলাদেশের প্রতিনিধি দল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *