Connect with us

খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলার

Published

on

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে শেষ পর্যন্ত শিরোপা জয় করেই ছাড়লো বার্সেলোনা। লুইস এনরিকের অধীনে কাতালানরা এ আসরের পঞ্চম শিরোপা ঘরে তোলে। বার্লিন ফাইনালে দলটি জুভেন্টাসকে ৩-১ গোলে হারায়। ফাইনালে ইভান রাকিটিচ, লুইস সুয়ারেজ ও নেইমার একটি করে গোল করেন। দলের সেরা তারকা লিওনেল মেসি ফাইনাল ম্যাচে কোন গোল না করতে পারলেও পুরো আসর জুড়ে ছিলেন দারুণ উজ্জল। সেই সঙ্গে হয়েছেন যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ গোলে যোগানদাতা (অ্যাসিস্ট)। আর্জেন্টাইন অধিনায়ক কাতালানদের হয়ে এ মৌসুমে ১৩টি ম্যাচ খেলেছেন। যেখানে ১০টি গোলের পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করেছেন। যদিও তার সমান গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আরেক বার্সা তারকা নেইমার। তবে রোনালদো ও নেইমার অ্যাসিস্টে বেশ পিছিয়ে আছেন। ‘এদিকে মেসির পাঁচটি অ্যাসিস্টের সঙ্গে সমান গোলে সহায়তা করেন পোর্তো ফুটবলার হেক্টর হেরেরা ও বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। চারবারের ব্যালন ডি’অর জয়ীর চ্যাম্পিয়নস লিগে আরো চারটি জায়গায় শীর্ষে রয়েছেন। সবচেয়ে বেশী গোলবারে শট (৪৮), ড্রিবলস অ্যাটাম্পস (১৫০), সুযোগ তৈরী (৩৬) ও বলে সবচেয়ে বেশী পা ছোঁয়া (১২১১)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *