Connect with us

গাইবান্ধা

জঙ্গিবাদের বিরুদ্ধে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

Published

on

DSC_6885জেলা যুবলীগের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক বর্ধিত সভা

গাইবান্ধা প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে ধর্মীয় উগ্রবাদি জঙ্গিগোষ্ঠী কর্তৃক মানুষ হত্যার প্রতিবাদে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক বর্ধিত সভা বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম.এ খালেক।
জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সম্পাদক দেওয়ান আরিফুল ইসলাম ফারুক, কাজী মাজহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য সফেদ আশফাক তুহিন, সাদ্দাম হোসেন পাভেল, কামরুল হাসান লিংকন, কপিল চন্দ্র রায়, কামরুল হাসান পাপ্পু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজিব, হারুন অর রশিদ ইমন, আনোয়ার হোসেন ঠান্ডু, আজাদুল ইসলাম, নাসিরুল ইসলাম স্বপন, রেজাউল আলম রেজা, অধ্যক্ষ রাশেদুজ্জামান রোকন প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাস, বিভিন্ন স্থানে গুপ্তহত্যার বিষয় সোচ্চার হয়ে জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদী সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল 

এছাড়া গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ-মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুুর জামান রিংকু, স্বেচ্চাসেবক লীগ সভাপতি মোশাররফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, আওয়ামী লীগ নেতা নির্বান্দেু বর্মণ ভাইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল লতিফ আকন্দ, ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ দেশ থেকে ধর্মীয় উগ্রবাদি জঙ্গিগোষ্ঠী সন্ত্রাসী অপতৎপরতা ও রাহাজানি নির্মুল করতে হবে।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *