Connect with us

জাতীয়

জঙ্গি সমসেদ ওরফে করিম আত্মহত্যা করেছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

Published

on

বিডিপি ডেস্ক: পুরান ঢাকার লালবাগ রোডের ২০৯/৫ নম্বর বাড়িতে পুলিশের অভিযানে জঙ্গি মো. সমসেদ হোসেন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সোহেল মাহমুদ। তিনি বলেন, নিহত সমসেদের গলায় গভীর ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্নস্থানে পাঁচটি ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। এছাড়াও স্পিন্টারের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি নিজের কাছে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আত্মহত্যা করেছেন। এরআগে নিহত সমসেদ হোসেনর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত লালবাগ থানার উপ-পরিদর্শক আশুতোষ।
গতকাল শনিবার রাত ৮টায় পুরান ঢাকার লালবাগ রোডের ২০৯/৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় জঙ্গি সন্দেহে অভিযান চালায় পুলিশ। এ সময়ে একজন নারী পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ সময়ে একজন নারী জঙ্গি হাতে ধারালো ছুরি ও পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গুলি করে আটক করতে সক্ষম হয়। জঙ্গিদের ছুরিকাঘাতে আহত হয় পাঁচ পুলিশ সদস্য। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে এতে সমশেদ হোসেন ওরফে আবদুল করিম নামের এক জঙ্গি নিহত হয়।
নিহত সমসেদ হোসেন রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মেহেরচী গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের ছেলে। ওই বাসায় দুটি মেয়েশিশু ও একটি ছেলেশিশু ছিল। তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দিয়েছে পুলিশ।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এটা আত্মহত্যা কি না, ভালো বলতে পারবেন ডাক্তার। আমরা ময়নাতদন্তকারী চিকিৎসকের মতামতকে গুরুত্ব দেব।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *