Connect with us

আন্তর্জাতিক

জর্ডানে ৩০ হাজার শরণার্থী শিশু অনাহারে

Published

on

jordanআন্তর্জাতিক ডেস্ক: ৬০-৭০ হাজার শরণার্থীকে ত্রাণ সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান সরকার। আর সে কারণে দেশটির রুকবান শরণার্থী শিবিরে থাকা ৩০ হাজারেরও বেশি সিরীয় শিশুকে অনাহারে দিন কাটাতে হচ্ছে। আম্মান কর্তৃপক্ষ সিরিয়াসংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে বসবাসরত শরণার্থীদের জন্য খাবার এবং চিকিৎসা সহায়তা বন্ধ করে দেওয়ার পর এ সংকট তৈরি হয়েছে। আলজাজিরা।
বার্ম এলাকাতে রুকবান শরণার্থী শিবিরটি অবস্থিত। কর্তৃপক্ষের ওই ধরনের সিদ্ধান্ত শরণার্থীদের জীবনকে ঝুঁঁকির মুখে ফেলবে বলে মানবাধিকার কর্মীদের সতর্কবার্তার পরও এলাকাটিতে ত্রাণ বন্ধ করে দেওয়া হয়। একদিকে পানির অভাব, অন্যদিকে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় অসহ্য হয়ে অনেক সিরীয় দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন। হিউম্যান রাইটস ওয়াচের শরণার্থীবিষয়ক গবেষক গেরি সিম্পসন আলজাজিরাকে বলেন, লোকজন সিরিয়ায় ফেরত যেতে চাইছেন বলে এমন ভয়াবহ তথ্যও আমরা পাচ্ছি। এ দুর্গম মরুভূমি এলাকায় তাদের যে ধরনের অবস্থায় কাটাতে হচ্ছে, তাতে শরণার্থীরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। চিকিৎসা সহায়তা প্রদানকারী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার এ ধরনের পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় ধরনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির হিসাব অনুযায়ী, শরণার্থী অধ্যুষিত এলাকাটিতে ১৩০০ শিশু অপুষ্টিতে ভুগছে, ২০৪ জন মাঝারি ধারা অপুষ্টিতে ভুগছে এবং ১০ জন মারাত্মক ধরনের অপুষ্টিতে ভুগছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *