Connect with us

ঝিনাইদহ

ঝিনাইদহে নিহত পুরোহিত আনন্দ গোপালের বাড়িতে বিএনপি চেয়ারপার্সনের প্রতিনিধি দল

Published

on

Jhenaidah Purahit Photoমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধূরী বলেছেন, রাজনৈতিক ভাবে দোষারোপ না করে ঝিনাইদহের পুরোহিত হত্যার প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন। তা না হলে দেশে একের পর এক হিন্দু সম্প্রদায়ের মানুষ খুন হতে থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে। বিএনপি নেতা নিতাই রায় চৌধূরী শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কোরাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে সমবেদনা জানাতে এসে এ কথা বলেন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনীত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তিনি নিহত’র পরিবারের খোজ খবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রতিনিধি দলে সাবেক যুগ্ম সচিব তপন মজুমদার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জন গোমেজ, যুবদল নেতা অমলেন্দু দাস, মাগুরা বিএনপির নেতা মিহির কান্তি ও ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধূরী বাড়ির বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, দেশে যখন প্রতিনিধিত্বমুলক সরকার ও গনতন্ত্র না থাকে তখন এমন ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পুরোহিত আনন্দ গোপালের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে এসেছি। আমরা এই হত্যাকান্ডের রাজনৈতিক দৃষ্টিতে নয়, নিরপেক্ষ বিচার দাবী করছি। যাতে সাধরণ মানুষ হয়রানী না হয়। তিনি অভিযোগ করেন, দেশে একের পর এর মানুষ খুন হচ্ছে, কিন্তু বিচার পাচ্ছে না। এ সরকার প্রতিটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে বিচার করতে ব্যার্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন নির্বাচন ছাড়া একটি সরকার ক্ষমতায় থাকার কারণে দেশে অসহিঞ্চু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন আমরা ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল, এসপি বাবুলের স্ত্রী মিতু ও পবনায় নিহত সেবকসহ সারা দেশে নৃশংস ও নিষ্ঠুর সব হত্যাকান্ডের বিচার দাবী করছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *