Connect with us

চট্রগ্রাম

ডিবিবিএল’র কর্মকর্তাদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মত বিনিময় সভা

Published

on

DSC_1022

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রায় ৫ হাজার সদস্যের বেতন ডাচ বাংলা ব্যাংক এর মাধ্যমে প্রদান সংক্রান্ত এক সহযোগিতা মূলক মত বিনিময় সভা শনিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল বিপিএম এর সভাপতিত্বে ডাচ বাংলা ব্যাংক লিঃ এর এমডি মিঃ কে.এস. সামসী তাবরেজ মহোদয়ের উপস্থিতিতে ব্যাংকের কর্মকর্তদের সাথে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় স্বাগত বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন ইতিপূর্বে পুলিশ সদস্যদের বেতন নিয়ে অনেক বিড়ম্বনা ছিল। অনেক কর্ম ঘন্টা ব্যয় হত, বেতন বিল তৈরি সহ বেতন উত্তোলন করতে গিয়ে। অনেক ভুল ভ্রান্তিও থাকত। আমাদের এই অসুবিধার কথা চিন্তা করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে ডাচ বাংলা ব্যাংক লিঃ এগিয়ে আসে। বর্তমানে কনস্টেবল হতে এএসআই পর্যন্ত প্রায় ৫ হাজার পুলিশ সদস্যের বেতন ডাচ বাংলা ব্যাংক হিসাব ও স্মার্ট কার্ডের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

এ ব্যাপারে যেসকল ব্যাংক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান এবং ব্যাংকের এমডি মহোদয়কে ধন্যবাদ জানান। ডাচ বাংলা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিঃ কে.এস. সামসী তাবরেজ তার বক্তব্যে বলেন ১৯৯৬ সালে ব্যাংকটি প্রতিষ্ঠা হওয়া পর থেকেই ব্যাংকটি আধুনিক সুবিধা চিন্তা করে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে ডিএমপি’র প্রায় ৩০ হাজার পুলিশ সদস্যের বেতন উক্ত ব্যাংকের মাধ্যমে দেওয়া হচ্ছে। সার্ভিস চার্জ ব্যতিরেখে ব্যাংক উক্ত সেবা দিচ্ছে।

সীমিত সুযোগ ও সীমিত জনবল নিয়ে বাংলাদেশ পুলিশ যে সফলতা অর্জন করে যাচ্ছে এজন্য তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল পুলিশ সদস্যের বেতন ডাচ বাংলা ব্যাংক লিঃ এর মাধ্যমে প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) জনাব একেএম শহিদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, ডাচ বাংলা ব্যাংক লিঃ এর জুবলী রোড শাখার ম্যানেজার জনাব রাশেদুল ইসলাম চৌধুরী ম্যানেজার, সিডিএ এভিনিউ শাখার ম্যানেজার বোরহান উদ্দীন চৌধুরী, আগ্রাবাদ শাখার ডেপুটি ম্যানেজার মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *