Connect with us

আন্তর্জাতিক

তাঁবুতেই রাত কাটালেন নেপালের প্রেসিডেন্ট

Published

on

_82581064_82581063আন্তর্জাতিক ডেস্ক:

যদি ভেঙে পড়ে শতাধিক বছরের পুরনো ভবন। সেই আতঙ্কে নিরাপত্তারক্ষীকে নিয়ে তাঁবুতেই রাত কাটালেন নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব। আফটার শকে  আবারও কেঁপে উঠতে পারে, এই ভয়েই তাঁবুতে কাটিয়েছেন তিনি। তার ভবনের অফিস ঘরে ইতিমধ্যেই চিড় ধরেছে। আরও ক্ষতি হতে পারে এই আশঙ্কাতেই এই কাজ করেছেন তিনি। রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’ ১৫০ বছর আগে ব্রিটিশ কায়দায় তৈরি। আগে এই ভবন ব্যবহার করতেন ব্রিটিশ প্রশাসক। রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ইতিমধ্যেই। নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে এখনও তাঁবুতেই আছেন ওই প্রেসিডেন্ট। শনিবারের ভূমিকম্পের পর রোববার দুপুরেও আফটার শকে কেঁপে ওঠে নেপাল। প্রধানমন্ত্রী সুরেশ কৈরালার বাসভবনেও ফাটল ধরেছে ভূমিকম্পে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *