Connect with us

আন্তর্জাতিক

তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ৩৪

Published

on

ttতুরস্কের রাজধানী আঙ্কারায় একটি গাড়িবোমা হামলায় ৩৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১২৫ জন। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে। তুরস্কের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে এ হামলা হয়। হামলার শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে। তুরস্কের প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে এ নিয়ে এক মাসে দুই বার একই ধরনের হামলা হলো।
হামলার পর আঙ্কারা গভর্নরের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কিজিলাইয়ের গুভেন পার্ক এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে আমাদের ২৭ নাগরিক নিহত হয়েছে এবং ১২৫ জনের মতো নাগরিক আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।’
গভর্নর কার্যালয়ের ওই বিবৃতির পর দুই নিরাপত্তা কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জন হয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা যাচ্ছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অথবা তাদের সঙ্গে যুক্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। এক কর্মকর্তা বলেন, বোমা বিস্ফোরণের পর গুলির আওয়াজ পাওয়া গেছে। তবে হামলার দায় স্বীকার করেনি কেউই।’
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজ্জিনোংলু সন্দেহ করে বলেছেন, নিহতদের মধ্যে অন্তত দুইজন দুষ্কৃতিকারী দলের সদস্য। এই ঘটনার সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের নামের তালিকা তদন্ত শেষে সোমবারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান এলা। রয়টার্স।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *