Connect with us

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি, ভালো আছেন বাংলাদেশিরা

Published

on

south_sudanদক্ষিন সুদানে কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছে উভয় পক্ষ

অনলাইন ডেস্ক: দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মিশনের একজন কর্মকর্তা। এই মূহুর্তে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭৫ জন এবং নৌবাহিনীর ২০০জন সদস্য কাজ করছেন।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের কর্মকর্তা লে. কর্নেল ইমরান ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্টে এবং নৌবাহিনীর সদস্যরা ফোর্স মেরিন ইউনিট হিসেবে দক্ষিণ সুদানে কাজ করছে। তারা সকলেই ভালো আছেন।
এছাড়া বাংলাদেশের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে দেশটিতে এবং সেখানে কর্মরত বাংলাদেশি নাগরিকেরাও কেউ হতাহত হননি।
তবে, তাদের অবস্থান জুবা শহরের মধ্যে হওয়ায়, তাদের কেউই জাতিসংঘের কম্পাউন্ডে আশ্রয় নিতে পারেননি।
সর্বশেষ খবরে জানা যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বন্ধে কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছে উভয় পক্ষ। এদিকে, দেশটিতে চলা সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *