Connect with us

খেলাধুলা

দলের পারফর্মে সন্তষ্টু এনরিক

Published

on

স্পোর্টস ডেস্ক:Barcelona's coach Luis Enrique speaks with his squad during a training session at St. George's Park near Burton on Trent
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেমিতে দুই পা রাখতে পিএসজিকে কাতালানরা হারায় ৫-১ এগ্রিগেটে। দলের এমন পারফর্মে খুশি বার্সা কোচ লুইস এনরিক। প্রথম লেগে পিএসজির ঘরের মাঠে ৩-১ এ জয় পাওয়া বার্সা দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে জয় পায় ২-০ গোলের। বার্সা ভক্তদের চাওয়া ছিল আরও বড় ব্যবধানের জয়। এনরিক বলেন, এ জয়ের পরও যদি আমি খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকি, তবে ম্যাচের অনেক ভুল আমার কাছে ধরা দেবে। আর আমি যদি তেমন ধরনের না হয়ে থাকি, তবে এ ম্যাচের গেমপ্ল্যান সঠিক ছিল বলেই মনে হবে। নিজের শিষ্যদের প্রসঙ্গে এনরিক যোগ করেন, দলের খেলোয়াড়দের খেলা দেখে আমি ভীষণ খুশি। তারা আমার কথামতোই খেলেছে। চাপকে জয় করে ম্যাচ বের করেছে আমার শিষ্যরা। তাদের দলগত ভাবে খেলতে দেখে মনে হচ্ছে কাতালুনিয়া দলটি নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে। আর আমি এখনও তাদের উন্নতির আরও পথ খুঁজে বেড়াচ্ছি। দারুণ ছন্দে থাকা বার্সা কোপা দেল রে’র ফাইনালের টিকিটও হাতে পেয়েছে। লা লিগার শীর্ষস্থানটি আরও আগে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এবারে শেষ চার টপকে ফাইনালের পথ করে নিতে চান এনরিক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *