Connect with us

দেশজুড়ে

দশমিনার রাস্তায় অবৈধ যানবাহনের ছড়াছড়ি

Published

on

দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় অবৈধ হোন্ডা- মোটরসাইকেলের বেপরোয়া তাণ্ডবে দিশেহারা পথচারী, আরোহী এবং সাধারণ মানুষ।
দেখা গেছে ঐ সকল হোন্ডা চালকদের কারও ড্রাইভিং লাইসেন্স নেই। নেই গাড়ির গতি সম্পর্কে আদৌ কোন ধারণা, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কিংবা কোন রকম বাস্তব অভিজ্ঞতা। এ সকল মরণ যানের কোনটিরই নেই কোন ফিটনেস সার্টিফিকেট বা বৈধ কাগজপত্র। যেহেতু এসকল গাড়িগুলোর সরকারিভাবে কোন অনুমোদ নেই, তাই তাদের বৈধ কোন কাগজপত্র থাকারও কথা নয়।
দশমিনায় রয়েছে প্রায় ৯ শতাধিক অবৈধ মোটরসাইকেল এবং প্রায় ৪ শতাধিক অবৈধ ভটভটি, নসিমন-করিমন ও ব্যাটারি চালিত অটোরিকশা। দশমিনায় গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১০ জন নিরীহ আরোহী এবং পথচারী।
রাস্তায় এত বেপরোয়াভাবে গাড়ি চলে, এত অবৈধ গাড়ির ছড়াছড়ি-তা খতিয়ে দেখার জোর দাবি করছেন এলাকাবাসী ও ভুক্তোভোগী পরিবারগুলো।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *