Connect with us

দেশজুড়ে

দিনাজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে জেলা ও দায়েরা জজ সরকার অসহায় জনগণের জন্য আইনগত সহায়তা প্রদান করছে

Published

on

আদালত প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা দিনাজপুর জেলা কমিটির চেয়ারম্যান হোসেন শহিদ আহমদ বলেছেন, বাংলাদেশ সরকার গরিব ও অসহায় জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করছে। দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলায় সহায়তাসহ আপোষযোগ্য বিষয়ে মামলা বা বিরোধের ক্ষেত্রে মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হয় জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে। তিনি আরও বলেন, নারী, পুরুষ, শিশু- যে কেউ অর্থের অভাবে যদি মামলা করতে না পারেন অথবা বিনা বিচারে কারাগারে আটক থাকেন অথবা মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহীগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে “সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ এপ্রিল মঙ্গলবার দিনাজপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও লিগ্যাল এইড অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মাহবুব আলী মুয়াদ’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন না.শি.নি.দ. আদালতের বিচারক মো. আখতার উল আলম, স্পেশাল জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন আজাদ, চিফ জুডিশ্যাল ম্যাজিস্ট্রেট সৈয়দ কামাল হোসেন, পুলিশ সুপার মো. রুহুল আমিনসহ জেলা পর্যায়ের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ এবং দিনাজপুর জেলা জজশিপ ও চিফ জুডিশ্যাল ম্যাজিস্ট্রেসীর সকল বিচারকগণ। এছাড়াও অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সকল আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ ও আইন সহায়তা গ্রহণকারী ইচ্ছুকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে দিবসটি উদযাপন উপলক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদ’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচি বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *