Connect with us

দিনাজপুর

দিনাজপুর পাঁচবিবি সীমান্তে বিএসএফের ভূমি দখল

Published

on

Captureপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:  পাঁচবিবি সীমান্তে বিএসএফের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ২১ শে জানুয়ারী দুপুর ১.৩০ মিনিটের সময় পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের উচনা (সোনা তলা) সীমান্তে ভারতীয় বিএসএফ তাদের এসপিলার ঠিক করতে গিয়ে বাংলাদেশের প্রায় ৩ বিঘা জমি দখল করে নিয়ে নেয়। এসময় বাংলাদেশের বিজিবি সদস্যরা কোন প্রতিবাদ করেনি বলে যানা যায়। জমির মালিক মোঃ হাফিজ উদ্দিন মন্ডল এই ৩ বিঘা জমি তার নিজস্ব বলে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসিতেছিল। কখনো এসপিলারের পার্শ্বে ভারতীয় জমির মালিক যোধা মাহাতো, হাফিজ মন্ডলোর জমি নিজের বলে দাবী করে নাই। কিন্তু ভারতীয় বিএসএফ অন্যায় ভাবে ভারত-বাংলাদেশ আর্šÍজাতীক সীমারেখা লঙ্গনকরে বাংলাদেশের অভ্যন্তরের সম্পর্তির উপর আইল দিয়ে নিজেদের বলে দাবী করিতেছে। যা বাংলাদেশের মৌজা নকশা ও বিজিবি ও বিএসএফএর স্টিপ ম্যাপের সম্পর্ণ বিপরীত। ২৮০নং পিলারের ১০এস এবং ১১এস পিলার থেকে শুরু করে ২৮০র ১২/১৩ এস পিলারের মধ্যবর্ত্তি জায়গা ৫৭ লিংক ভাঁজ থাকার পরেও ১০ এস পিলার থেকে শুরু করে ১২ এস পিলার সোজা করার কারনে বাংলাদেশের প্রায় ৩ বিঘা সম্পর্তি ভারতের অভ্যন্তরে চলে যাচ্ছে। বাংলাদেশের জমির দাগনং ২৩৯, ৮, ৬৩৫ এবং ৬৩৪ এর অনেক অংশ ভারতীয় অংশে চলে যাচ্ছে, ক্ষতিগ্রস্থ কৃষক বিষয়টি সঙ্গে সঙ্গে হাটখোলা বিওপিকে অবগত করিলেও তারা নির্বিকার ভূমিকা পালন করছে। এ হেন অবস্থায় জমির মালিকগন পাগল প্রায়। ফসলি জমিতে গমক্ষেত নষ্ট করে তারা একটি পিলার থেকে অপর একটি পিলার সোজা করার কারনে ফসল নষ্ট করেছে এবং জমির অন্য অংশে বিএসএফ ধান রোপন করিতে বাধা প্রদান করে নিজেদের করায়ত্ত্ব করে নিয়েছে। আর্ন্তজাতীক সীমান্ত রেখার আইন অনুযায়ী, ম্যাপে একটি পিলার থেকে অপর একটি পিলার সোজা করার কোন সুযোগ নেই।
গত ৫ মার্চ কয়া সীমান্তে দিনাজপুর সেক্টর কমান্ডার পর্যায়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টর কমান্ডার মহোদ্বয়, ৩ বিজিবির অধিনায়ক এবং ওয়ার্কসহ অফিসার মেজর রুমি, পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ এবং পাঁচবিবির পৌর মেয়র। এই মতবিনিময় সভায় ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজ উদ্দিনের বড় ছেলে মাহাবুব আলম বিষয়টি সকলের অবগতির জন্য উপস্থাপন করেন। অবগত অন্তে উদ্ধোতন কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে আস্বস্থ করেন। কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় এখনো পর্যন্ত এই জমি উদ্ধারের কোন পদক্ষেপ নেওয়া হয় নাই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *