Connect with us

আন্তর্জাতিক

দিল্লির চলন্ত বাসে এবার নাইজেরিয়ান নারী ধর্ষিত

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক নাইজেরিয়ান নারী পর্যটক (৩৫)। অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্র“য়ারি) দিল্লি পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, পূর্বদিল্লির ডিএনডি টোল প্লাজা থেকে শুক্রবার পৌনে তিনটার দিকে অজ্ঞান অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় এলভিএস হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনডি টোল প্লাজার ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার  ফুটেজ দেখে শনাক্ত হওয়ার পর আশপাশে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ দিল্লির একটি শপিংমলের বাইরে থেকে ওই নারীকে উঠিয়ে নিয়ে আসে ২২ থেকে ২৫ বছর বয়সী ওই চার তরুণ। এরপর ভারতীয় ভ্রমণ ভিসাধারী নাইজেরিয়ান নারীকে তারা ডিএনডি টোল প্লাজায় রেখে যায়। এখানে আসার আধ ঘণ্টা আগে গাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ কর্মকর্তারা জানান, এঘটনায় চার তরুণকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি গাড়িও। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন এক মেডিকেল ছাত্রী। এ ঘটনার পর দিল্লিসহ পুরো ভারত জুড়ে প্রতিবাদের জড় উঠে। পুলিশ ও আইনি সংস্কারসহ শুরু হয় ধর্ষণের বিরুদ্ধে প্রচারণাও। এদিকে পুলিশ জানায়, ২০১৪ সালে দিল্লিতে দুই হাজার ৬৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যা ২০১৩ সালের তুলনায় বেড়েছে ৩১ শতাংশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *