Connect with us

দেশজুড়ে

দোয়ারাবাজারে বাঁশতলা কলোনির পথশিশুরা পেল ঈদের নতুন পোষাক

Published

on

দোয়ারাবাজার প্রতিনিধি, সুনামগঞ্জ:
“ওরাও মানুষ, ওদেরও দাবি আছে, ওদের কথাও শুনতে হবে, ওদের কাছেও যেতে হবে” এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে হতদরিদ্র পরিবার ও ছিন্নমূল শতাধিক পথশিশুর মধ্যে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, স্বরবর্ণ সাংস্কৃতিক একাডেমির সভাপতি হাবিব সরোয়ার আজাদের ব্যক্তিগত অনুদানে তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতকের স্বজন, গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে বৃহস্পতিবার শতাধিক পথশিশুর হাতে নতুন পোষাক তুলে দেন।
রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, ছাতক স্বজন সমাবেশের সদস্য সচিব সাংবাদিক বিজয় রায়, দোয়ারাবাজারের স্বজন ও সাংবাদিক আশিস রহমান, ছাতকের স্বজন তাজিম হোসেন, অপু হাবিব, আতিকুর রহমান সোহাগ, তাহিরপুরের স্বজন সাকিব আল হাসান, জহরুল ইসলাম জনিক, তাসনিন সরোয়ার আনিকা, শাহ মোহাম্মদ আজাদ, দোয়ারাবাজারের স্বজন সোহেল রানা, আলী আলম, মিজানুর রহমান, শাহীন মিয়া ও প্রবীণ ব্যক্তিত্ব সোনা মিয়া প্রমুখ উপস্থিত থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *