Connect with us

খেলাধুলা

ধোনির ‘না’

Published

on

s-5স্পোর্টস ডেস্ক:
এবারের বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলো যে ধরনের পারফর্মেন্স দেখিয়ে চলেছে, তাতে বড় দলগুলোই মাঝে মাঝে লজ্জায় পড়ে যাচ্ছে। এ কারণেই ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এইসব দলগুলোকে আরো বেশি ম্যাচ খেলানোর পক্ষে বললেন। তবে তা অন্যান্য বড় দলের বিপক্ষে, অবশ্যই ভারতের বিপক্ষে নয়! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নয় উইকেটের জয় তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধোনি। তিনি মনে করেন, অ্যাসোসিয়েট দলগুলোকে শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে। তাহলেই ক্রিকেট একটি বৈশ্বিক খেলা হিসেবে পরিচিত হবে। ধোনি বলেন, ‘আপনি আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের ক্রিকেট দেখুন, ওরা প্রতিনিয়তই উন্নতি করে চলেছে। বিশেষ করে গত দুই-তিন বছরে আফগান ক্রিকেটে বড় ধরণের পরিবর্তন হয়েছে। আমি মনে করি তাদেরকে আমাদের আরো বেশী সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে বড় দলগুলোকে এগিয়ে আস্তে হবে, এতে করে আফগানিস্তান কিংবা ইউএই’র মতো দলগুলোর মান আরো ভালো হবে।’ এসময় ধোনিকে জিজ্ঞেস করা হয়, ভারত কবে নাগাদ এই ধরনের উদ্যেগের বাস্তবায়ন ঘটাতে চলেছে উত্তরে ধোনি জানান, ভারতের পক্ষে সহোযোগী দলগুলোর বিপক্ষে খেলা সম্ভব নয়। কারণ আন্তর্জাতিক ক্রিকেট সূচীর কারণে তারা খেলতে পারবে না। ধোনি বলেন, ‘ভারতের বিপক্ষে নয়। এখন আমরা যেভাবে খেলে চলেছি, তাতে অ্যাসোসিয়েট দলগুলোর বিপক্ষে খেলার মতো আমাদের সময় নেই। আমরা কোনভাবেই পারবো না, যদি না আমরা একদিনে দুইটি ওয়ানডে ম্যাচ খেলি। আর বড় কথা আমরা আমাদের মান ধরে রাখতে চাই।’ উল্লেখ্য, বিশ্বকাপে পুল ‘বি’ এর তিন ম্যাচে তিনটিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে অবস্থান করছে ভারত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *