Connect with us

দেশজুড়ে

নওগাঁয় দ্রুত এগিয়ে চলছে খনিজ সম্পদ অনুসন্ধান শীর্ষক ড্রিলিং কার্যক্রম

Published

on

IMG_20160331_130523ইমরান হোসেন, নওগাঁ: কয়লা, প্রাকৃতিক গ্যাস, ইত্যাদি বাংলাদেশের অন্যতম খনিজ সম্পদ। নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুর এলাকায় দ্রুত এগিয়ে চলছে খনিজ সম্পদ অনুসন্ধান শীর্ষক ড্রিলিং কার্যক্রমের কাজ। সুত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি-১৬ ইং এর ১ম সপ্তাহের দিকে এই খনিজ সম্পদ অনুসন্ধান শীর্ষক ড্রিলিং কার্যক্রমের কাজ শুরু হয়। তাছাড়া গত আগস্ট-সেপ্টেম্বর-১৫ ইং এর দিকে বাংলােদশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরে কর্মরত ভূ-বিজ্ঞানী কর্মকর্তারা এই খনিজ সম্পদ অনুসন্ধান শীর্ষক ড্রিলিং কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আসেন। ভূ-বিজ্ঞানী কর্মকর্তারা নানা পরীক্ষা নিরিক্ষা শেষে, কয়লা,চিনামাটি, ও অন্যান্য মূল্যবান জিনিস উক্ত এলাকায় রয়েছেন বলে জানান। এই ড্রিলিং কার্যক্রমের কাজে সার্বিক সহযোগিতায় রয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলােদশ সরকার,বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রালয় বিভাগ,বাংলােদশ ভূ-তাত্ত্বিক অধিদপ্তর। এই খনিজ সম্পদ অনুসন্ধান শীর্ষক ড্রিলিং কার্যক্রমের কাজে কর্মরত, শ্রমিক ও কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করছেন। এসব ড্রিলিং কার্যসমূহ দেখতে দুরদুরান্ত থেকে মানুষের আগমন ঘটছে বলে জানা যায়। কিন্তু ড্রিলিং কার্যক্রম এলাকায় জনসাধারণের প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে। নওগাঁর বদলগাছী উপজেলায় এই প্রথমতভাবে হচ্ছে কোনো খনিজ সম্পদ অনুসন্ধান শীর্ষক ড্রিলিং কার্যক্রম সমূহের কাজ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *