Connect with us

দেশজুড়ে

নওগাঁয় যানজট নিরসনে পুলিশের পদক্ষেপ

Published

on

IMG_20160629_094634আল ইমরান হোসেন, নওগাঁ: যতই দিন যাচ্ছে, ততই পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। নওগাঁর শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা পুলিশ, নওগাঁ কর্তৃক ট্রাফিক পুলিশ ও নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ট্রাক, টেম্পু মালিক ও শ্রমিকের উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। সুত্রে জানা যায়, নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় যেমন, ঢাকা বাসস্ট্যান্ড, তাজের মোড়, ব্রীজের মোড়,পুরাতন বাসস্ট্যান্ড, বাটার মোড়,পুরাতন কাচাঁরী রোড়, মুক্তির মোড়, কেডির মোড়, বালুডাংগা বাসস্ট্যান্ড, বরুনকান্দি চৌরাস্তা মোড়, ইত্যাদিতে ট্রাফিক পুলিশ এবং ভলেন্টিয়ার কর্মীরা যানজট নিরসন এবং নিরাপত্তা সেবা প্রদান করেন। নওগাঁ শহরে ঈদের কেনাকাটার জন্য নওগাঁ সদর ও নিটকতম উপজেলা থেকে লোকজন আসছেন। এতে যানজট ও নিরাপত্তার জন্য জেলা পুলিশ, নওগাঁ নিরলস ভাবে নানা রকম সেবা প্রদান করছেন বলে জানা যায়। নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর ভলেন্টিয়ার সার্ভিস কর্মী আযিযুল ইসলাম জানান, তাঁদের ১০ জন ভলেন্টিয়ার সার্ভিস কর্মী শহরের বিভিন্ন এলাকায় যানজট নিরসনে নিরলস ভাবে সেবা প্রদান করছেন। গত ২৪ জুন শুক্রবার থেকে তাঁরা এই যানজট নিরসনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *