Connect with us

দেশজুড়ে

নওগাঁয় রিভা সুলতানার ঈর্ষানীয় সাফল্য অর্জন

Published

on

রিভা সুলতানা

রিভা সুলতানা

আল ইমরান হোসেন, নওগাঁ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় আজ মেয়েরা বিনা খরচে প্রাথমিক বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করছেন। আর এই পরিকল্পনা বাস্তবিত করেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজকে ছেলেদের সাথে সমান ভাবে তাল মিলিয়ে দূর্গম পথে ধাপিত হচ্ছে মেয়েরা। পড়াশুনায় বর্তমান প্রেক্ষাপটে দেখলে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েরা অনেকটা এগিয়ে রয়েছে। নওগাঁর বদলগাছী উপজেলার ঢেকড়া উচ্চ বিদ্যালয় থেকে মো:রিয়াজুল ইসলামের কন্যা রিভা সুলতানা(১৪), ২০১৫ সালের জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করে। এই পরীক্ষায় সে কৃতকার্যের সাথে জি.পি.এ-৫ অর্জন করে। এই ঈর্ষানীয় সাফল্যে ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন। ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বজলুর রশীদ(৪৮) জানান যে, রিভা সুলতানা ছাত্রী হিসাবে অত্যন্ত মেধাবী। তিনি তার জন্য আল্লাহর কাছে মঙ্গল ও দোয়া কামনা করেন। সে ভবিষ্যতে যেন আরও ঈর্ষানীয় ফলাফল কৃতিত্বের সাথে অর্জন করতে পারে। বর্তমানে রিভা সুলতানা ঢেকড়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।দেশ ও জাতির জন্য তার ভবিষ্য জীবনের লক্ষ্য একজন সুদক্ষ প্রকৌশলী হবার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *