Connect with us

দেশজুড়ে

”নজরুল ও বঙ্গবন্ধু ছিলেন একই মানবিক চেতনা সম্পন্ন”

Published

on

IMG_20160122_164929

ফরিদপুর জেলা প্রতিনিধি:


ফরিদপুর জেলার পৌর সদরের অম্বিকা ময়দানে শুক্রবার বিকালে জাতীয় নজরুল সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন কবি নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু ছিলেন একই মানবিক চেতনা সম্পন্ন। তাদের দুজনের চরিত্র ছিল সংগ্রামী আবার দুজনেই চেয়েছিলেন বাংলার স্বাধীনতা। তাইতো বঙ্গবন্ধু তাকে জাতীয় কবি উপাধি দেন।
এরপুর্বে বিকাল ৩ টায় বিশাল র‌্যালি বের হয়। অতপর তিন দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।প্রধান অতিথি ছাড়াও এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবির নাতি খিলখিল কাজী ,সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান , ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর। মুখ্য আলোচোক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি হাবিবুল্লা সিরাজী। সভায় সভাপতিত্ব করেন নজরুল ইন্সটিটিউট ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম।ধন্যবাদ জ্ঞাপন করেন ফরিদপুর জেলা প্রশাসক সরদার সরাফত আলী এ ছাড়াও স্বাগত বক্তব্য দেন ঢাকা নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। সন্ধায় শুরু হয় সাংস্কৃতি পর্ব। এর পরবর্তী দুািিদন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *