Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে বৃষ্টি না হওয়ায় আমন ধান বাঁচাতে বাড়তি সেচ

Published

on

Exif_JPEG_420

রুহুল আমিন, নবাবগঞ্জ: চলতি মৌসুমে আমন ফসল রোপন মৌসুমে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় আমন ধান বাঁচাতে ও অতিরিক্ত সেচ দিতে মাঠে নেমেছে কৃষক। ভুক্তভোগী কৃষকেরা জানান । এ বছর তারা অতিকষ্টে আকাশের পানি দিয়ে কোনমতে আমন রোপন করেন । বর্তমানে বৃষ্টি না হওয়ায় ওই ফসল নিয়ে বিপাকে পড়েছে কৃষক। প্রতিদিন দিতে হচ্ছে অতিরিক্ত সেচ। উৎপাদনের সাথে জড়িত থাকা শওগুন খোলা গ্রামের কৃষক লোকমান হাকিম, খোরশেদ আলম তারা জানান গভীর নলকূপ ও অগভীর নলকূপ থেকে প্রতিঘন্টা ১শ টাকা দরে পানি সেচ মূল্য দিতে হচ্ছে। এ বিষয়ে ২নং বিনোদনগর বাগান পাড়ার বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালিত গভীর নলকূপের আপারেটর মোঃ মোস্তাফিজুর রহমান জানান তার এলাকায় ৬৫বিঘা জমিতে অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। শেষ পর্যন্ত সেচ দিতে না পারলে আমন ফসল উৎপাদনে ব্যাহত হতে পারে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান, কৃষকদের কে সম্পূরক সেচ দেয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *