Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

Published

on

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লি:’এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় বার্ষিক সাধারণ সভা উপজেলা নির্বাহী অফিসার ও ওই সমিতির সভাপতি মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড ডে মিন চালুর উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথি আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ্যাড: মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু আউয়াল, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুব এলাহী, নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ হোসেন, হরিল্ল্যাখুর এস.এম.আর স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিনুর রহমান ও দাউদপুর স:প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলাকে ভিক্ষুকদের কর্মসংস্থান ও ভিক্ষুক মুক্ত উপজেলা গড়তে সরকারী কর্মকর্তা/কর্মচারীদের ১ দিনের বেতনের অংশ থেকে আড়াই লাখ টাকা মন্ত্রীর মাধ্যমে এ্যাকাউন্টে হস্তান্তর করা হয়। এছাড়াও উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা স:প্রা: বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ১০ জন বয়েজেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন মন্ত্রী। এর আগে উপজেলা পরিষদে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন অগ্রযাত্রার বাস্তব চিত্র ও প্রাথমিক শিক্ষা সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে শিক্ষায় ও দেশের সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন- আপনারা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষক সৎ, নিষ্ঠা ও দায়িত্ববান হতে পারলে ভালো জাতি গড়ে উঠবে। প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে সমাজের সর্বস্তরের পেশাজীবিদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন- আমার নির্বাচনী এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা একত্রিত হয়ে নিজেদের ঐক্য সৃষ্টি করার জন্য যে শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লি:’এর যাত্রা শুরু হয়েছে আমি অভিভূত। প্রাথমিক শিক্ষা উন্নয়ন সহ আপনাদের সার্বিক সমস্যা সমাধানে অগ্রনী ভ‚মিকা পালন করার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশী বলেছেনÑ এ উপজেলায় যোগদানের পর ২০১৬ ইং সালে শিক্ষকদের সাথে পরামর্শ করে পথ চলা শুরু হয় এ কল্যাণ সমিতির। বছর পেরিয়ে আজকে শিক্ষকদের এ মিলন মেলায় প্রধান অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন তাদের জানাই অভিনন্দন। ঐক্য আর প্রাথমিক শিক্ষার বিস্তর মানোন্নয়নের লক্ষ্যে এ সমিতি গঠনের মূল উদ্দেশ্য। আসুন শিক্ষিক জাতি গঠনে উপজেলার সর্বস্তরের মানুষের পরামর্শ নিয়ে মানুষ গড়ার এ আঙ্গিনাকে আরো এগিয়ে নিয়ে যাই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *