Connect with us

দেশজুড়ে

নাচে গানে অগ্নিবীণা ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

Published

on

bsমুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালাখানগর ডিগ্রি কলেজ হল রুমে ইছাপুরা অগ্নিবীণা ললিতকলা একাডেমির ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অগ্নিবীণা ললিতকলা একাডেমি শুক্রবার দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান ও আ’লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ। মালখানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদারের সভাপতিতে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরণ, মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আমির হোসাইন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল করিম শেখ জৈনসার ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (দুদু), বাসাইল ইউপি চেয়ারম্যান হাজী মো. সাইফুল ইসলাম (যুবরাজ) প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি প্রদিপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনের পর একাডেমিক একক সঙ্গীত পরিবেশন, দ্বিতীয় পর্বে সনদপ্রাপ্ত শির্ক্ষাথীদের সঙ্গীত পরিবেশন এবং একাডেমিক ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য সাজে সুসজ্জিত মঞ্চে ও সুললিত কন্ঠে মোহিত হন দর্শক শ্রোতাগণ। পর্ব দুটিতে প্রায় ৭০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের ৩য় পর্বে “জগত জুড়ে উহার সুরে আনন্দ গান বাজে” রবীন্দ্র সঙ্গীত দিয়ে একাডেমির মূল পরিবেশনা শুরু হয়। ৪র্থ বর্ষের ৮ জন সনদপ্রাপ্ত শিক্ষার্থী অদিতি শর্মা, সিনথিয়া ফাইরুজ, অনামিকা আক্তার, সিফাত সুলতান, মাহযাবীন খানম (ছোঁয়া), মন্দিরা মন্ডল, দ্বিপ্তী বণিক ও প্রান্তিক পাল একটি করে গান পরিবেশন করে। একাডেমির সাবেক কৃতি শিক্ষার্থী শহিদুল ইসলাম লিঙ্কন, মোস্তারিন আহাম্মেদ শিতল, মাহযাবিন অরোরা এবং অতিথি শিল্পীর নৃত্যানুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ হয়। হাসন রাজা “মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে” বিখ্যাত গানটি একাডেমিক পরিচালক মো. এজাজ হোসেন খান এর কন্ঠে মোহিত এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি” দেশের গানটি দিয়ে এপর্বের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শেষ পর্বে একাডেমির সনদ প্রার্থী ৮ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট সম্মাননা প্রদান করেন সম্মানিত অতিথিবৃন্দ। অগ্নিবীণার পরিচালক মো. এজাজ হোসেন খানের পরিচালনায় সন্ধা পর্যন্ত অনুষ্ঠানটি দর্শক শ্রোতারা উপভোগ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *