Connect with us

আন্তর্জাতিক

নিউ ইয়র্কের বাসে উস্কানিমূলক মুসলমানবিরোধী বিজ্ঞাপন

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলমানদের হাতে ইহুদি হত্যার একটি বিজ্ঞাপন মঙ্গলবার প্রচারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।  বেশ কিছু দিন আগে বিজ্ঞাপনটি তৈরি করা হলেও এটি প্রচারে বিরোধিতা করে আসছিল নিউ ইয়র্কের মেট্রোপলিটন পরিবহণ কর্তৃপক্ষ (এমটিএ)। তাদের দাবি এর মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংসতা উস্কে দেয়া হবে। মঙ্গলবার জারি করা রুলে বিচারপতি জন কোয়েলটল বাক স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন, এটা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত বাক-স্বাধীনতার নীতিকে সংরক্ষণ করে। আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ নামে একটি সংগঠন বিজ্ঞাপনটি নির্মাণে অর্থ প্রদান করেছে। আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ বিতর্কিত ব্লগার ও কর্মী পামেলা গিল্লারের  পরিচালিত। নাগরিক অধিকার গ্র“প সাউদার্ন পোভার্টি ল’ সেন্টার এই সংগঠনটিকে মুসলিমবিরোধী দল হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিজ্ঞাপনটি ইতোমধ্যে শিকাগো ও সান ফ্রান্সিসকোর পাবলিক বাসগুলোতে প্রচার করা হয়েছে। এতে মাথা ও মুখ স্কার্ফ দিয়ে ঢাকা হুমকিদানরত এক ব্যক্তির ছবি প্রদর্শিত হয়েছে। তার পাশে ফিলিস্তিনি সংগঠন হামাসের মিউজিক ভিডিওর একটি চরণ দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ’ইহুদিদের হত্যা প্রার্থনার শামিল, এতে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়।’ বিজ্ঞাপনটির শেষ অংশে প্রশ্ন করা হয়েছে, ‘এরই নামই জিহাদ। আপনাদের কী মনে হয়?’ বিজ্ঞাপনটি প্রচারের অনুমতি দেয়ার পর বিচারপতি কোয়েলটল বলেন, তিনি নিরাপত্তার বিষয়ে সংবেদনশীল ছিলেন। এমটিএ নিউ ইয়র্কবাসী সহন ক্ষমতাকে অবমূল্যায়ন করেছে এবং বিজ্ঞাপনের সম্ভাব্য প্রভাব নিয়ে অতিমূল্যায়ন করেছে। এমটিএ-এর মুখপাত্র অ্যাডাম লিসবার্গ বলেন, ‘এই রুল আমাদের হতাশ করেছে এবং আমরা রিভিউর সুযোগ নিতে যাচ্ছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *