Connect with us

দেশজুড়ে

নীলফামারীতে বিবাহিতা কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ক সভা

Published

on

img_20161124_190244সুমন মুখার্জী, নীলফামারী: নীলফামারীতে ‘বিবাহিত কন্যা শিশু’দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারী সংস্থা পল্লী শ্রী আযোজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাকীর হোসেন। পল্লীশ্রীর প্রোগাম ম্যানেজার সুরাইয়া আকতারে সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, পরিবার পরিকল্পনার উপ পরিচালক আফরোজা বেগম, জেলা মাধ্যমিক কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহাজাদী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা শিক্ষা অফিসার আহমেদ আহসান হাবীব, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, পল্লীশ্রীর প্রজেক্ট ম্যানেজার সামছুন নাহার, প্রকল্প ম্যানেজার লিলিমা রানী।
এসময় সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ের ভায়াবহতা রোধে সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। এজন্য কমেছে এর প্রবণতা। এরপরও চুপিসারে অববা এলাকার বাইরে বর-কণেকে নিয়ে ওই বাল্যবিয়ে হচ্ছে। আর এটি হচ্ছে অভিভাবকের অজ্ঞতার কারণে। বাল্যবিয়ের কুফল জানা থাকলে একজন অভিভাবক ওই ঝুকি নিবেন না। এজন্য শুধুই আইন প্রয়োগ নয়, আমাদের প্রয়োজন জনসচেতনতা বাড়ানো। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *