Connect with us

দেশজুড়ে

নীলফামারীর ১২ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

Published

on

nilphamariনীলফামারী সংবাদদাতা: নীলফামারী সদর উপজেলার ৫টি এবং ডিমলা উপজেলার ৭টিসহ মোট ১২ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একযোগে এই ১২টি ইউনিয়নের ১০৮টি ভোট কেন্দ্রে মোট ২ লাখ ৩৭ হাজার ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে মোট ৪৩৯জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শান্তি ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণের পুলিশ ও আনসারের পাশাপশি র‌্যাব-বিজিবির সদস্যরা টহলে রয়েছেন। এছাড়া প্রতিটি ইউনিয়নের ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *