Connect with us

দেশজুড়ে

নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

Published

on

সুমন মুখার্জী, নীলফামারী: নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪২ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (মটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মমতাজুল হক (আনারস) পেয়েছেন ৪১১ ভোট।

বুধবার বিকেল ৫টায় নির্বাচনের রিটার্নিং অফিসার জাকীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টায় বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একযোগে দুপুর ২টা পর্যন্ত চলে।

নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মোট ৮৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৫২ এবং নারী ২০৩ জন। অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ১৫টি সাধারন সদস্য পদে ৬৬ জন ও সংরক্ষিত পাঁচটি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *