Connect with us

আন্তর্জাতিক

নুসরা ফ্রন্টের সামরিক কমান্ডার নিহত

Published

on

58735716cefb456bb1e028e9395d3164_18আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার বিদ্রোহী গোষ্ঠী আল নুসরা ফ্রন্টের সামরিক শাখার প্রধান নিহত হয়েছে। সিরিয়ার রিাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা। বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে চালানো বিশেষ বাহিনীর অভিযানে নুসরা ফ্রন্টের কমান্ডার আবু হাম্মাম আল শামি নিহত হয়েছেন। তিনি আল ফারুক আল সুরি নামেও পরিচিত ছিলেন। আল শামি নুসরা ফ্রন্টের সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত সপ্তাহে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনি মারা গেছেন বলে শোনা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সিরিয়ার বার্তা সংস্থা ফের তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। বৃহস্পতিবার নুসরা দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেওয়ার সময় তিনি নিহত হন। নুসরা বাহিনী আলেপ্পোতে অবস্থিত সিরীয় বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে ভয়াবহ হামলা চালানোর দায় স্বীকার করার মাত্র একদিন পরই সরকারি বাহিনীর হামলায় নিহত হলেন শামি। তবে পেন্টাগন মুখপাত্র কর্নেল স্টেভ ওয়ারেন জানিয়েছেন, ‘ইবলিদ প্রদেশে নুসরা ফ্রন্টের ঊর্ধ্বতন নেতার নিহত হয়েছেন বলে যে খবর বেরিয়েছে, আমরা এখনো তার সত্যতা যাচাই করতে পারিনি।’ প্রেসিডেন্ট বাশার আলা আসাদকে ক্ষমতাচ্যুত করতে যে বাহিনীগুলো সিরিয়াতে লড়াই করছে তার মধ্যে নুসরা ফ্রন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ। তারা প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *