Connect with us

খেলাধুলা

নেইমার মেসির সমকক্ষ হবেন!

Published

on

s-8স্পোর্টস ডেস্ক:
অসাধারণ সব কীর্তি গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। তারপরও থেমে নেই বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সর্বশেষ লেভান্তের বিপক্ষেও হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন তিনি। আর গত মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন নেইমার। অথচ বার্সেলোনার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকটিক মনে করছেন নেইমার একদিন লিওনেল মেসির সমকক্ষ হবেন। এ বিষয়ে রাকটিক বলেন, ‘লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলার, সেটা আপনি, আমি সকলেই জানি। লিওনেল মেসির সমান কেউ ব্যালন ডি’অর জিততে পারে কিন্তু মেসি অনন্য। তার মতো আর কেউই হবে না।’ এরপরই আসেন নেইমার প্রসঙ্গে। ব্রাজিলিয়ান সুপারস্টার প্রসঙ্গে রাকটিক বিলেন, ‘নেইমার? তার যা আছে তা নিয়ে মেসির সমকক্ষ হতে পারবে। সে এখনও বয়সে অনেক তরুণ। এবং এখনই সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসছে বছরে সে আরও ভালো করবে।’ চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার জার্সিতে ২০ ম্যাচ খেলেছেন নেইমার। এই সময়ের মধ্যেই প্রতিপক্ষের জালে ১৭বার বল জড়িয়েছেন তিনি। সবমিলিয়ে ২৯ ম্যাচ খেলে ২৪ গোল এসেছেন নেইমারের পা থেকে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *