Connect with us

দেশজুড়ে

নড়াইলে পুলিশ সুপারের নেতৃত্বে সকল ধর্মের মানুষদের সমন্বয়ে প্রতিরক্ষা কমিটি গঠন

Published

on

narail 01 pic 16 06উজ্জ্বল রায়, নড়াইল: “পুলিশ-জনগন, হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্ধ ভাই ভাই, জঙ্গি পেলে রক্ষা নাই” এই শ্লোগানকে সামনে নিয়ে নড়াইল পুলিশের উদ্যোগে গ্রাম প্রতিরক্ষা পার্টি গঠন করে যাচ্ছেন । জঙ্গি দমনে সচেতনতা বৃদ্ধিসহ জঙ্গি দমনের লক্ষ্যে জেলার সদর, কালিয়া উপজেলা ও বিভিন্ন গ্রামে গ্রামে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এর নেতৃত্বে স্থানীয় সকল শ্রেণী-পেশা ও ধর্মের মানুষদের সমন্বয়ে গঠন করে যাচ্ছেন জঙ্গি দমনে গ্রাম প্রতিরক্ষা কমিটি । গত ১৫ জুন বিকাল ৫ টায় তুলারামপুর বাজার বনিক সমিতির আয়োজনে তুলারামপুর বাজারে জঙ্গি দমনে সচেতনতা সভার মধ্যদিয়ে কমিটি গঠনের যাত্রা শুরু করেছেন। নড়াইল পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতি, সামাজিকসহ সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা ও একাত্ততার মাধ্যমে প্রতিটা এলাকায় ১০১ সদস্য কমিটি গঠন করে তাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে বাশি ও লাঠি ।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেছেন, সারাদেশে জঙ্গিরা দেশের বিভিন্ন এলাকায় নিরীহ পুরোহিত, ইমাম, শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারকে লক্ষ্য করে হত্যা করেছে। এসব জঙ্গিরা মুষ্টিমেয় কয়েকজন। আর আমরা অসংখ্য। তাই আমরা সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে চাই। এসময় তিনি ঐক্যব্ধভাবে জঙ্গি-সন্ত্রাসীদের প্রতিহত করতে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। এছাড়া উক্ত অনুষ্ঠানে পুলিশ, এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, মসজিদের ঈমাম, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *