Connect with us

জাতীয়

পঞ্চগড়ে রাত ১০টার পর থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

Published

on

পঞ্চগড়ে রাত ১০টার পর থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও নাশকতা বন্ধে একজনের বেশি কেউ মোটরসাইকেলে উঠতে পারবেন না। এর ব্যতিক্রম হলে মোটরসাইকেল জব্দসহ সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  বুধবার ভোরে এবং গত সোমবার পঞ্চগড় শহর ও বোদা উপজেলার বগদুরঝুলায় তিনটি বাস ও একটি ট্রাকে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
এ ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, জেলায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি, গ্রাম পর্যায়ে নাশকতা প্রতিরোধ কমিটি গঠনসহ স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *