Connect with us

দেশজুড়ে

পঞ্চগড়ের আটোয়ারীতে মরিচের বাম্পার ফলন

Published

on

উত্তম কুমার, আটোয়ারী প্রতিনিধি:  পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় চলতি মেীসুমে মরিচের বাম্পার ফলনে কৃষকের মূখে হাসি দেখা গেছে। উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে যে দিকে তাকানো যায় সে দিকেই শুধু লাল মরিচ আর মরিচ। মনের আনন্দে জৈষ্ঠের তীব্র তাপ দাহ উপেক্ষা করে কৃষাণ কৃষানিরা মিল চাতাল ও মাঠ ঘাটে মরিচ শুকাতে ব্যস্ত সময় কাটাচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তর জানায় যে, এ বছর উপজেলায় ৩,০০০ হাজার ৮০০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। তার মধ্যে বাস গাইয়া বগুরা ও টেপি মরিচ বেশি আবাদ হয়েছে। এদিকে নল পুকুরি গ্রামের মনোজ রায় হিরু রাধানগর গ্রামের মরিচ চাষি মোঃ সফিয়ার রহমান আমজাত হোসেন এর সাথে কথা বলে যানা গেছে প্রতি একরে মরিচের আবাদ করতে খরচ হয় ৪০ থেকে ৪২,০০০/- টাকা । মরিচ চাষিরা আশা করছেন আবওহায়া অনুকুলে থাকলে একর প্রতি ২৫ থেকে ৩০ মন শুকনা মরিচ পাওয়া যাবে বর্তমান বাজারে শুকনা মরিচের মূল্য মন প্রতি ৩,০০০/- টাকা তাদের হিসাব মতে খরচ বাদে একর প্রতি ৩৫ থেকে ৪০,০০০/- টাকা আয় হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল জানান মরিচ বীজ বপন থেকে শুরু করে উপ সহকারী কর্ম কর্তাগণ ( বি,এস) কৃষকদের সাথে মাঠে মাঠে দিয়ে মরিচের গাছ দেখে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি জানান এবার আবহাওয়া অনুকুলে থাকায় মরিচের ফলন ভাল হয়েছে এবং বাজারে দামও ভাল আছে বিধায় অন্য বাড়ির চেয়ে এবার কৃষকের মুখে একটু বেশি হাঁশি দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *