Connect with us

দেশজুড়ে

পঞ্চগড়ে শ্রমিক ও আইনজীবী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫

Published

on

20140207055220_ponchogorডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা লাঠি শোঠা নিয়ে আদালত চত্ত্বরে হামলা চালালে সাংবাদিক ও নারীসহ কমপক্ষে ৫ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে কয়েকজন শ্রমিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে জজকোর্টের পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান ও নজরুল ইসলামের নেতৃত্বে আইনজীবীরা আদালত চত্বরের সামনে তেঁতুলিয়াগামী একটি বাসের চালক ও হেলপারকে মারপিট করে। খবর পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা আদালত চত্ত্বরে আইনজীবীদের উপর হামলা চালায়। এ সময় তারা আইনজীবী সমিতির ভবনে ভাঙচুর ও আইনজীবীদের মোটর সাইকেল ভাঙচুর করে। দফায় দফায় তারা আইনজীবীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। ঘটনার সংবাদ সংগ্রহ করার সময় একাত্তর টিভির পঞ্চগড় প্রতিনিধি রফিকুল ইসলামের ক্যামেরা কেড়ে নিয়ে তাকে মারধর করে শ্রমিকরা। এ সময় নারীসহ আহত হয়েছেন আরও ৪ জন সাধারণ পথচারী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত দাঙ্গা পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *