Connect with us

জাতীয়

পরীক্ষার্থীদের নিরাপত্তায় সহায়তা দিন -নেতাকর্মীদের এরশাদ

Published

on

ershadস্টাফ রিপোর্টার:
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়া-আসা এবং পরীক্ষা কেন্দ্র এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার বিকেলে এক বিবৃতিতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের কথা চিন্তা করে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহারের জন্যও ২০ দলের নেতাদের প্রতি আহ্বান জানান এরশাদ। বিবৃতিতে তিনি বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের জীবন গড়ার প্রধান সোপান হচ্ছে- সাফল্যের সঙ্গে মাধ্যমিক স্তর অতিক্রম করা। সেই সময়টাকে যদি রাজনৈতিক কারণে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আমাদের রাজনীতি স্বার্থকতা পাবে না। দেশের ১৫ লাখ পরীক্ষার্থীর পাশাপাশি তাদের বাবা-মা, অভিভাবকরা এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অবস্থান করছে জানিয়ে এ সময় তিনি বলেন, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি কোনো সুস্থ রাজনীতির পরিচয় বহন করে না। তিনি বলেছেন, “নিশ্চয়ই যারা এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল বা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন তাদের ছেলে-মেয়েরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। নিজেদের সন্তানদের শিক্ষা জীবনকে জিম্মি করে নিছক রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করার মধ্যে কী যুক্তি থাকতে পারে তা বোধগম্য নয়।” বিবৃতিতে এরশাদ বলেন, “আমি আশা করি দেশের সকল এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রাণের অনুভূতির প্রতি এবং দেশের সকল সচেতন মহলের আহ্বানে সাড়া দিয়ে ২০ দলীয় জোট অন্তত পরীক্ষার দিনগুলোতে তাদের হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে মহানুভবতার পরিচয় দেবেন। সরকারের সঙ্গে বিরোধ নিয়ে দেশের এই কোমলমতি ছাত্র-ছাত্রীদের জীবন ও মন বিষময় করে তুলবেন না।” তাদের শিক্ষা জীবনকে স্বাচ্ছন্দ গতিতে চলার সুযোগ দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার পথ প্রশস্ত করে দেওয়ার অনুরোধ জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *