Connect with us

জাতীয়

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

Published

on

Patgram _BSF kiling News Photo_14-05-2015

রমজান আলী, পাটগ্রাম প্রতিনিধি: 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটায় ধরলা নদীর তীরে এ ঘটনা ঘটে।  পাটগ্রাম উপজেলার ৮নং বুড়িমারী ইউনিয়নের রেলওয়ে ষ্টেশন কলোনীপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে অন্তর ইসলাম(২৭) নিহত হন।

বিজিবি ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অন্তর ইসলামসহ ৭/৮ জনের এক দল গরু পারাপারকারী ডাংগোয়াল ওই সীমান্তের প্রধানবাড়ী এলাকার ৮৪৩ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার চ্যাংরাবান্ধা এলাকার স্থানীয় কয়েকজন গরু পারাপারকারীর সহায়তায় গরু পার করছিলেন। এ সময় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল চোরাকারবারীদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই অন্তর ইসলাম মারা যায়। লাশ বিএসএফ সদস্যরা টেঁনেহিছড়ে নিয়ে যায়।

বুড়িমারী কোম্পানী কমান্ডার সুবেদার মোহন চন্দ্র রায় জানান, ‘লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী ও ভারতের কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের আধিকারিক লে. কর্ণেল শ্রী সুরিয়া বকসীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের সিন্ধান্তমতে বৃহস্পতিবার বিকেল ৬ টা থেকে ৭ টার মধ্যেই ময়না তদন্ত শেষে বিএসএফ নিহত অন্তর ইসলামের লাশ বিজিবির কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।’

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হয়। বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কঠোরভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় বিএসএফের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *