Connect with us

জাতীয়

পুলিশের সন্ত্রাসবাদ-বিরোধী ইউনিটের যাত্রা শুরু

Published

on

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবাদ এবং আন্ত:দেশীয় অপরাধ মোকাবেলায় বাংলাদেশে পুলিশের একটি বিশেষ ইউনিট চালু হয়েছে। ডিআইজি ঢাকা মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো.মনিরুল ইসলাম এই নবগঠিত ইউনিটের প্রধান নিযুক্ত হয়েছেন বলে ডিএমপি’র তথ্য দফতর থেকে জানা যাচ্ছে। নতুন এই ইউনিট সম্পর্কে মনিরুল ইসলাম জানান, এতে ৬০০রও বেশি জনবল কাজ করবে।
সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করাই এই ইউনিটের মূল উদ্দেশ্য ।
এছাড়া গোয়েন্দা তথ্য জোগাড় করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্ত ও অভিযান পরিচালনা করা এবং সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।
এই ইউনিটটি চারটি বিভাগে কাজ করবে – সন্ত্রাসবাদ-বিরোধী বিভাগ, সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ, অপরাধের অকুস্থল ব্যবস্থাপনা বিভাগ এবং আন্ত:দেশীয় অপরাধ বিভাগ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *