Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুরে স্বাধীনতা যুদ্ধের সংগঠক শামসুদ্দীন মোø্ল্লার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Published

on

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধিsamsuddin-

বাংলাদেশের সংবিধান রচয়িতার অন্যতম সদস্য, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতির সভাপতি, ফরিদপুর জেলা গভর্নর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লার ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ।
দিবসটি উদযাপনে ফরিদপুরে মরহুম শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ, ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।
সকালে আলীপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, শোকর‌্যালী অনুষ্ঠিত হয়। মরহুমের পূর্ব খাবাসপুরে নিজ বাসভবনে কোরআন খানি, এতিমদের মধ্যে খাবার বিতরণ চলছে। সন্ধ্যায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তাঁর কর্মময় জীবনের ওপর ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সকালে পূর্ব খাবাসপুর থেকে শোক র‌্যালী শুরু হয়ে আলীপুর কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের স্ত্রী জোবায়দা শামসুদ্দীন, মরহুমের ছেলে জুবায়ের জাকির, এম এম কামরুজ্জামান কাফি, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ পরিবারের সদস্য ও সুধিজন উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *