Connect with us

আন্তর্জাতিক

ফিলিস্তিনে বাড়িতে আগুন দিয়ে শিশুকে হত্যা করেছে ইহুদিরা

Published

on

ফিলিস্তিনে বাড়িতে আগুন দিয়ে শিশুকে হত্যা করেছে ইহুদিরাফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে একটি বাড়িতে আক্রমণ ও অগ্নিসংযোগ করেছে ইসরায়েলি কট্টরপন্থিরা। আগুনে ১৮ মাস বয়সের একটি শিশু নিহত হয়েছে। শিশুটির নাম আলি সাদ দাওবাসা। তার বাবা সাদ, মা রিহান ও ভাই আহমদও গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের নাবলুসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আক্রমণকারীরা বাড়িটির দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ কথাটি লিখে দিয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন উগ্রপন্থি ইহুদিরা ভোরবেলা ওই গ্রামে ঢোকে এবং বাড়িটিতে আগুন দেয়। এমন এক সময় এ আক্রমণের ঘটনা ঘটল যখন ইসরায়েলি সরকার ও দক্ষিণপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়ছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সরকার অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিদের কোনো অপরাধেরই বিচার করছে না। অগ্নিসংযোগকারীদের লেখা ‘প্রতিশোধ’ বাড়িটির দেয়ালে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ এ ঘটনার জন্য ইসরায়েলকে পুরোপুরি দায়ী করে বলেছেন, ইসরায়েলি সরকার বসতি স্থাপন এবং বসতি স্থাপনকারীদের সুরক্ষার ওপর এত জোর না দিলে এ ঘটনা ঘটত না।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতারও কড়া নিন্দা করে। অন্যদিকে, গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এ ঘটনার পর ‘দখলদার বাহিনী এবং বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে’ সংগ্রাম তীব্রতর করার ডাক দিয়েছে। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন। বিবিসি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *