Connect with us

দেশজুড়ে

বগুড়ার গাবতলিতে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

Published

on

জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার গাবতলিতে বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আড়াইশ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহের মেলা। বিশাল আকারের মাছ, রকমারি মিষ্টি ও নানা আসবাবপত্রের বেচাকেনার জন্য এই মেলার খ্যাতি রয়েছে। মেলা উপলক্ষে আশেপাশের এলাকায় উৎসব আর সাজসাজ রব পড়ে যায়।
বাঙালির লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ গ্রামীণ মেলা। আর মেলা মানেই নানা মানুষের সম্প্রীতির বন্ধন।
বগুড়ার গাবতলি উপজেলায় ইছামতি নদী সংলগ্ন মাঠে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। অনেকের কাছে এটি সন্ন্যাস মেলা হিসাবেও পরিচিত। মেলা উপলক্ষে এলাকায় জামাই উৎসবও চলে। মেলায় বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৃহৎ আকারের মাছ মেলার অন্যতম আকর্ষণ। তাই এটি এখন মাছের মেলা হিসাবে বেশি পরিচিতি লাভ করেছে। এছাড়া কাঠের আসবাবপত্র কেনাবেচার জন্যও মেলাটির খ্যাতি রয়েছে।
অন্য বছরগুলোর মত এবারও সবার দৃষ্টি ছিল মাছপট্টির দিকে। মেলায় এবার সবচেয়ে বড় বাঘার মাছটির ওজন ৯০ কেজি। এছাড়া ১০ থেকে ২০ কেজি ওজনের রুই, কাতল সহ বিভিন্ন ধরনের মাছ উঠে মেলায়। বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল উৎসব মুখর।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *