Connect with us

দেশজুড়ে

বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর থেকে ইলিশ ধরা বন্ধ

Published

on

27-8-15 mবাগেরহাট প্রতিনিধি :  মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে এবার আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ইলিশসংরক্ষণে এ বছর আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় আগে ১১ দিন ছিল। এবার সময় চার দিন বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে কেউ ইলিশ ধরা বিক্রির কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিছুর রহমান বলেন, আগে ইলিশ ধরা ১১ দিন নিষিদ্ধ থাকলেও মা ইলিশ সমুদ্রে ফিরে যাওয়ার সময় ধরা পড়ত। তাই এবার আশ্বিনী পূর্ণিমার দিন, পূর্ণিমার আগের তিন দিন এবং পরের ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।পাশ্ববর্তী দুই দেশের সঙ্গে সমুদ্রসীমা বিজয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশে দিয়ে গেছেন। আর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন মেরিটাইন বর্ডার। বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা ছাড়া অন্য কেউ মেরিটাইন বর্ডার নিয়ে কোনও কিছু করেনি বলেও দাবি করেন মন্ত্রী।তিনি বলেন, বঙ্গবন্ধুর পরে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় এলেও কেউ এটা নিয়ে কোনও পদক্ষেপ নেননি। কিন্তু শেখ হাসিনা আমাদের এই বিজয় এনে দিয়েছেন।সুমদ্রসীমা বিজয়ের পরে বাংলাদেশ এখন ব্লু ইকোনোমির পাইলট কান্ট্রি এমনটা উল্লেখ করে ছায়েদুল হক বলেন, সমুদ্র বিজয়ের পরে এই খাতে আমাদের অপার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে নৌবাহিনী ও কোস্টগার্ডের পারফরমেন্স অনেকভাল।মন্ত্রী বলেন, আমাদের মাছের মোট চাহিদা ৪২ লাখ মেট্রিক টন। ২০১৩-২০১৪ অর্থবছরে দেশে মাছের মোট উৎপাদন ৩৫ লাখ ৬৮ হাজার টন। প্রতিবছর এক লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। গত অর্থবছরে উৎপাদনের হিসাব চলছে, আশা করি তা এক লাখ টন বেশি হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *