Connect with us

দেশজুড়ে

বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করলেন বিএসএফের মহাপরিচালক

Published

on

PANCHAGARH BSF PIC 13

বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন শেষে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএসএফ’র মহাপরিচালক। ছবি: ডিজার হোসেন বাদশা।

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক কে. কে. শর্মা (আইপিএস)। আজ রোববার দুপুরে বিএসএফের মহাপরিচালকসহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে আসেন।জিরো পয়েন্টে শুন্য গোলকের সামনে অবস্থানকালে উভয় দেশের কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন বিএসএফের মহাপরিচালক। ছবি: ডিজার হোসেন বাদশা।

বিএসএফের মহাপরিচালক বাংলাবান্ধা সীমান্তে পৌছলে বিজিবির পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিএসএফের মহাপরিচালক জিরো পয়েন্টের শুন্য গোলকের সামনে কিছু সময় অবস্থান করেন এবং উভয় দেশের কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন। বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন শেষে তিনি ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিওনাল ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার সফিক, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালিকুজ্জামান (পিএসসি), পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্নেল জি. এম. সারওয়ার।
সৌজন্য সাক্ষাতের সময় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে উভয় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের উপঢৌকন প্রদান করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *