Connect with us

জাতীয়

বায়তুল মোকাররমের পেশ ইমাম নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ

Published

on

Bayt_al_Mukarramস্টাফ রিপোর্টার:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম নিয়োগের জন্য ইসলামিক ফাউন্ডেশনের দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলীর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিক। পেশ ইমামসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য ইসলামিক ফাউন্ডেশন গত ৬ মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে পেশ ইমামের অভিজ্ঞতা চাওয়া হয়েছে ৮ বছর। ব্যারিস্টার সানজিদের দাবি, ইসলামিক ফাউন্ডেশন চাকরি বিধিমালা ১৯৯৮ অনুসারে পেশ ইমাম নিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে ৫ বছর। তাই এ নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ। আর এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সাউরাইদ বাজার এলাকার বড়গাঁও মসজিদের খতিব আব্দুর রহিম। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেন। রুলে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *