Connect with us

দিনাজপুর

বিরামপুরে দূর্যোগ বিষয়ক আলোচনা সভা

Published

on

ADP Photoশাহ্ আলম মন্ডল, বিরামপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এডিপি’র আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টায় দূর্যোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার জেমস্ তপন মন্ডল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান আলী এবং বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এতে ঘটে যাওয়া বিভিন্ন দূর্যোগের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সভায় আলোচ্যসূচী ছিল- (১) দূর্যোগের সংজ্ঞা, ধরণ ও প্রস্তুতি (পূর্বে, চলাকালীন ও পরবর্তী); (২) জলবায়ু পরিবর্তনের কারণ, ফলাফল ও করণীয়; (৩) দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির করণীয় কি কি?
প্রকল্প ম্যানেজার জেমস্ তপন মন্ডল জানান, যে কোন দূর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ করা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে। সেজন্য দূর্যোগের সময় মনোবল না হারিয়ে সঠিক কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আর এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকারি সংস্থার পাশাপাশি আমাদের সংস্থাও কার্যক্রম চালিয়ে আসছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *