Connect with us

দিনাজপুর

বিরামপুর খানপুরে জনপ্রতিনিধিদের নিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

Published

on

বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরের খানপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সোমবার দুপুরে দিনাজপুর দক্ষিণ শাখা হেযবুত তওহীদের আয়োজনে মো. ইসাহাক আলীর উপস্থাপনায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খানপুর ইউপি চেয়ারম্যান মো.ইয়াকুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সদস্য মো. আবু সুফিয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক গভীর সঙ্কটকাল অতিক্রম করছে। রোহিঙ্গা ইস্যু তুলে ধরে তিনি বলেন, এটা আমাদের দেশের জন্য একটি শতর্কবার্তা। আমরা যদি এখনই শতর্ক না হই তবে আমাদের দেশও এই সঙ্কটে পড়তে পারে। কাজেই এই মুহূর্তে আমাদেরকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সঙ্কট মোকাবেলায় নিঃস্বার্থ হতে হবে। এজন্য প্রয়োজন একটা সঠিক আদর্শের। সেই সঠিক আদর্শ তুলে ধরে মানুষকে সত্য ও ন্যায়ের পক্ষে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত অ-রাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। তিনি আরোও বলেন এই কাজ আমাদের একার পক্ষে করা সম্ভব না তাই আপনারা স্থানীয় প্রতিনিধি আপনাদের সহয়োগিতা আমাদের প্রয়োজন। উপস্থিত জনপ্রতিনিধিরা সকলে সহযোগিতা করবেন ও এই কাজে একমত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *