Connect with us

খেলাধুলা

বিশ্বকাপে ফিক্সিং বিষয়ে সতর্কতা

Published

on

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে অংশগ্রহণকারী দল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং বিষয়ে সতর্কতা জারি করেছেন লু ভিনসেন্ট। নিউজিল্যান্ডের সাবেক এই তারকা ব্যাটসম্যান নিজেও একই কারণে ক্রিকেট থেকে আজীবনের জন্য বহিষ্কারাদেশ পেয়েছেন। সম্প্রতি ৩০ সেকেন্ডের একটি ভিডিও বার্তার মাধ্যমে ভিনসেন্ট এই সতর্কবার্তা প্রকাশ করেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার নাম ভিনসেন্ট এবং আমি একজন প্রতারক। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের ২০০ জন ক্রিকেটারকে স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।’ গত বছরের জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ভিনসেন্টকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে। এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ২০০৮ সালে ল্যাঙ্কাশায়ার ও ২০১১ সালে ডারহামের হয়ে খেলার সময় তার বিরুদ্ধে ১৮টি ম্যাচে স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠে। তদন্তে ১৮টির মধ্যে ১১ ম্যাচে তার বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হয়। উল্লেখ্য, ২০০১ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ভিনসেন্টের। ৩৬ বছর বয়সী সাবেক এই তারকা ব্যাটসম্যান ২৩টি টেস্ট, ১০২টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ১,৩৩২, ওয়ানডেতে ২,৪১৩ ও টি-টোয়েন্টি ফরমেটে ১৭৪ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *