Connect with us

দেশজুড়ে

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান এর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নড়াইলে নানা আয়োজন

Published

on

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানউজ্জ্বল রায়, নড়াইল : বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর রং তুলির বার্তা পৌছে দিতে, আগামী ২৬-২৮ আগষ্ট নড়াইলে চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বিশ্ব বরেণ্য এই চিত্রশিল্পী’র ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল বিকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এস এস সুলতান ফাউন্ডেশনের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে সভায় সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাস, জাসদের জেলা সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সম্পাদক শরীফ মুনির হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান স্বপ্না সেন, নারীনেত্রী দিলারা বেগম, রাবেয়া ইউসুফ, সালমা রহমান কবিতা, অ্যাডভোকেট রওশন আরা কবীর, রমা রানী রায় সুলতান ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ১০ই আগষ্ট বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সকালে কোরআনখানি, শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অপরদিকে শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী সুলতান উৎসব অনুষ্ঠিত হবে। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, আগামী ২৬-২৮ আগষ্ট সুলতান মঞ্চ চত্বরে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *