Connect with us

দেশজুড়ে

বেনাপোলে সাংবাদিকদের সাথে রাইটস যশোরের শিশু পাচাররোধ বিষয়ক কর্মশালা

Published

on

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিশু পাচার রোধে সচেতনতা মূলক এক কর্মশালা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।মানবাধিকার সংগঠন রাইটস যশোরের আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন।

রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার আজাহার হোসেন নারী শিশু পাচারের ওপর বিভিণœ ভিডিও ফুটেজ তুলে ধরে এর নেতিবাচক দিক ও পাচার রোধে করনীয় বিষয়ে তথ্য উপাদ্য তুলে ধরেন নারী শিশু পাচারের ওপর মুল বক্তব্য রাখেন প্রেস ক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব।বেনাপোলে কর্মরত বিভিন্ন টেলিভিশন,জাতীয় ও স্থানীয় পত্রিকার মোট ২০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ গ্রহন করেন।

গত ৩ বছরে রাইটস যশোর ৭১৭ জন নারী শিশুকে ভারত থেকে উধার করে দেশে ফিরিয়ে এনেছে।প্রোগ্রাম অফিসার ফিরোজ আহমেদ নারী শিশু পাচার রোধ,বাল্য বিবাহ এবং
বিদেশে শ্রমিক পাচাররোধ কল্পে রাইটস যশোরের ০১৭১৫৪৬৮০৫০থেকে-৫১ ও ৫২ এই ৩টি হটলাইন মোবাইলে ২৪ ঘন্টা পাচারপ্রতিরোধ বিষয়ে সমাধান পাওয়া যাবে বলে সাংবাদিকদের জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *