Connect with us

দেশজুড়ে

বেনাপোল সীমান্তে বাংলাদেশের ভিতর ঢুকে এক কিশোরকে পিটিয়ে জখম করেছে বিএসএফ

Published

on

SAM_5443 copyকামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্টাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার দুপুরে ভারত বাংলাদেশ রপ্তানী গেটের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আকাশ(১৩)নামে ১ বাংলাদেশী কিশোরকে ধরে নির্যাতন করে তাকে বাংলাদেশ সীমানায় রেখে যায়।সেখান থেকে তাকে আশংখা জনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করে স্থানীরা।সে যশোর জেলার মনিরামপুর থানার টেংরামারি গ্রামে আঃ ছালামের ছেলে।

দেশের সীমান্তে বিএসএফের বর্বরর্তা অব্যাহত রয়েছে বাংলাদেশী নাগরিকরা বিএসএফের হাতে নির্মমভাবে খুন হলেও কোন বিচার পাচ্ছে না বাংলাদেশীরা।প্রতিনিয়তই হত্যা ও ধরে নিয়ে যাওয়াসহ নানা ভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে বাংলাদেশীদের।সীমান্ত বৈঠক সহ দু-দেশের সীমান্ত রক্ষীদের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠকে বিএসএফের পক্ষ থেকে সীমান্তে মানুষ খুন না করার প্রতিশ্রুতি দেয়া হলেও কার্যত তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

রপ্তানী গেটে কর্মরত বাংলাদেশ কাস্টম সিপাহী জাহাঙ্গীর হোসেন জানান, বিএসএফ তাদের সীমান্তে ডিউটি করে থাকে কিন্ত আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে হঠাৎ বাংলাদেশের ভিতর ঢুকে কাস্টম কাগো অফিসের পিছনে ল্যাম্প পোষ্টের নিচে এসে আকাশ (১৩) নামে এক কিশোরকে ধরে রাইফেলস দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ সময় গেটে বিজিবি কোন সদস্য ছিল না।

২৬ বিজিবি’ চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আঃ রহিম জানান, রপ্তানী গেটের পাশে রেললাইন বিজিবি পোষ্টের মাধ্যমে জানতে পারি মঙ্গলবার দুপুরে বিএসএফ এক বাংলাদেশী কিশোরকে পিটিয়ে জখম করেছে। পরে স্থানীরা কিশোরকে উদ্ধার করে বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করেছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *