Connect with us

দেশজুড়ে

ভাঙ্গায় কুয়াশায় পিঁয়াজের বীজের ব্যাপক ক্ষতি, হতাশ চাষিরা

Published

on

vanga-foridpurভাঙ্গা সংবাদদাতা, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এবার কুয়াশার জন্য পিঁয়াজের বীজের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের মধ্যে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে। গত সপ্তাহের এক দিনের বৃষ্টি এ ক্ষতিকে আরো বৃদ্ধি করেছে।
ভাঙ্গার বিভিন্ন এলাকার পিঁয়াজের বীজক্ষেত পরিদর্শন করে দেখা যায়, বীজগুলো বৃষ্টি ও কুয়াশার দরুন কালো হয়ে শুকিয়ে যাচ্ছে। এতে ফলন পূর্বের তুলনায় অনেক কমে যাবে।
এ ব্যাপারে কালামৃধা ইউনিয়নের বীজচাষি মো. আয়নাল মোড়ল জানান, এক সপ্তাহ আগেও পিঁয়াজের বীজচাষিদের মনে আনন্দ ছিল। কারণ এবার ক্ষেতে পিঁয়াজের বীজগুলো ভালই দেখা যাচ্ছিল। গত সপ্তাহের কুয়াশা কৃষকদের মনের সে আনন্দ কেড়ে নিয়েছে। এবার ফলন তিন ভাগের এক ভাগে নেমে আসবে বলে চাষিরা আশঙ্কা করছে।
এ ব্যাপারে কৃষি অফিসার মো. ওহিদুজ্জামান বলেন সবই ঠিক ছিল, হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ এসে কৃষকদের ক্ষতি করে গেল। তিনি বলেন, ভাঙ্গাতে প্রায় ৭০০ হেক্টর জমিতে পিঁয়াজ বীজের চাষ হয়েছে। আমাদের হিসাব মতে গড়ে ১০% ফসল নষ্ট হতে পারে। এটি আসলে ফাঙ্গাসজনিত একটি রোগ। চাষিদের জমিতে ষ্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি, পরের সময়টা ভালো যাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *